পেপাররফ্লাইের ‘ক্যাশলেস পে’ সেবায় যুক্ত হল নগদ

 

এবার পেপাররফ্লাইের সাথে যুক্ত হল ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ। এখন থেকে ক্রেতারা তাদের নগদ অ্যাকাউন্টের মাধ্যমে সরবরাহ করা পণ্যের দাম ক্যাশ অন ডেলিভারি পরিশোধ করতে পারবেন এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি শুধুমাত্র ৩ টি সহজ ধাপে সম্পন্ন করা সম্ভব হবে।

এজন্য কোনো পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের প্রয়োজন নেই। ক্রেতারা পেপারফ্লাইর সরবরাহ করা পণ্যের দাম পরিশোধ করতে নিজেদের স্মার্টফোন ব্রাউজার ও তাতে ইন্টারনেট সংযোগ থাকলেই সহজে ক্যাশলেস পে’র মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন।

এই সেবা গ্রহণ করে নগদ গ্রাহকরা আগের তুলনায় আরও আরামদায়ক এবং সুরক্ষিত লেনদেনের মাধ্যমে তাদের অনলাইনে অর্ডার করা পণ্যগুলি গ্রহণ করতে সক্ষম হবেন মনে করছেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক।

অপরদিকে পেপারফ্লাই এর চীফ মার্কেটিং অফিসার (সিএমও) রাহাত আহমেদ জানিয়েছেন, এই উদ্যোগটি  অনলাইন ইকো-সিস্টেমে নগদ অর্থের লেনদেন প্রচলিত ব্যবস্থার চেয়ে অধিকতর দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন হবে এবং এতে করে অনলাইনে পণ্য বিক্রেতারা আরো বেশি পরিমাণে বিনিয়োগে উদ্বুদ্ধ হবেন এবং ই-কমার্সের বিকাশে জোরালো ভূমিকা রাখবেন।

Post a Comment

Previous Post Next Post