টুইটার কিনতে নিজের ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চান ইলন মাস্ক

 

টুইটারকে প্রাইভেট কোম্পানিতে রূপ দিতে নিজের ১০ থেকে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী ইলন মাস্ক। আগামী ১০ দিনের মধ্যে টেন্ডার প্রস্তাবনা দেয়ারও পরিকল্পনা করেছেন তিনি। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট।


রয়টার্সের খবরে বলা হয়, নিজের বিনিয়োগের পাশাপাশি আরও ১০ বিলিয়ন ডলার বিনিয়োগে মরগ্যান স্টানলিকে বেছে নিয়েছেন টেসলা প্রধান।


সোশ্যাল মিডিয়া কোম্পানিটি গত সপ্তাহে তার দ্বিতীয় বৃহত্তম শেয়ারহোল্ডার কর্তৃক ৪৩ বিলিয়ন ডলারের অধিগ্রহণ ঠেকাতে ‘পয়জন পিল’ গ্রহণ করেছে।


এ বিষয়ে টুইটার কিংবা টেসলার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Post a Comment

Previous Post Next Post