হুমকি পেয়ে খালি করা হল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

প্যারিস থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ‘সরাসরি হুমকির’ খবর পাওয়ার পর শার্ল দ্য গল বিমানবন্দরে যাত্রীদের নামিয়ে বিমানটি খালি করে ফেলা হয়েছে।
রোববার ফ্লাইট বিএ৩০৩ লন্ডনের উদ্দেশে যাত্রা করার ঠিক আগ মুহূর্তেই এ ঘটনা ঘটে। নিরাপত্তায় হুমকি পাওয়ার পর বিমানটিকে রানওয়েতেই ঘিরে রাখা হয় বলে জানিয়েছে ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা।

বিমানটির এক যাত্রী জানান, পাইলট যাত্রীদেরকে বলেন, এক ব্যক্তি বিমানটিকে সরাসরি হুমকি দিয়েছে।

এর পরপরই বিমান থেকে যাত্রীদের নামিয়ে ফেলা হয় এবং প্রত্যেককে তল্লাশি করে সশস্ত্র পুলিশ। যাত্রীদের মালাপত্রও কুকুর দিয়ে তল্লাশি করা হয়।
এতে করে লন্ডনগামী ওই ফ্লাইটটি ছেড়ে যেতে তিন ঘন্টারও বেশি বিলম্ব হওয়ায় ব্রিটিশ এয়ারওয়েজ তাদের ওয়েবসাইটে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
এন্ডারসন নামের এক যাত্রী জানান, প্রথমে পাইলট তাদেরকে বিমানের কারিগরি ত্রুটির কথা জানিয়েছিলেন। তখন যাত্রীরা প্রায় এক ঘন্টা বিমানেই বসে থাকেন।

এরপর যাত্রীদেরকে বলা হয় বিমানটিকে বিমানবন্দরের অন্য অংশে নিয়ে যেতে হবে। আর তখনই চারিদিকে পুলিশ প্রহরায় বিমানটিকে ঘিরে ফেলতে দেখা যায়।

পাইলট তখন জানান বিমানটিকে কেউ সরাসরি হুমকি দিয়েছে। তারপরই যাত্রীদের নামিয়ে শুরু হয় তল্লাশি অভিযান।

ব্রিটিশ এয়ারওয়েজ রোববার দিনশেষেই আরেকটি ফ্লাইটে যাত্রীদের তুলে দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে।

Post a Comment

Previous Post Next Post